স্বাভাবিক জীবনে মানুষ ও সকল জীব মরণশীল। কিন্তু মরণের আগে আমাদের জীবনের জন্য এবং পরিবারের জন্য কাজ করতে হয়। সে কাজের মাধ্যমে আমরা যে অর্থ উপার্জন করে থাকি দাদি আমাদের পরিবারকে সামলাতে হয়।
কিন্তু পরিবারের উপার্জন ক্ষম একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে পরিবারটি এতো দুর্বিষহ পরিবেশের মধ্য দিয়ে যায়।
তার জন্যেই health insurance একটি গুরুত্বপূর্ণ বিষয়। অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসা বাবদ তার পরিবার দেখাশোনা এগুলো কঠিন হয়ে পড়ে। health insurance থাকলে পরে তার এই দুর্বিসহ অবস্থা টির সামান্য হলেও পরিত্রান পেতে পারে।
health insurance কাদের জন্য?
স্পিসিফিক কারো জন্য নয় স্বাস্থ্য বীমা বা health insurance হল সার্বজনীন। সবাই এটা নিতে পারেন এতে করে অসুস্থতার সময় আপনি চিকিৎসার অর্থ এবং পরিবারের ভরণ পোষণের চাপ থেকে মুক্ত থাকতে পারেন।
এই ইন্সুরেন্স সমূহ নানান ধরনের হতে পারে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্যঝুঁকি অনুযায়ী সেগুলো আপনাকে নিতে হবে। নিচে কয়েকটি ইন্স্যুরেন্সের উদাহরণ দেওয়া হবে।
- Insurance Services.
1. Medical insurance.
2. Health insurance quotes.
3. Medicare.
4.Health insurance cost.
5.Dental insurance.
6.Health insurance companies.
7. Medicaid ইত্যাদি।
বীমা (Insurance)
ইন্সুরেন্স বা বীমা হল অর্থের বিনিময়ে জীবন সম্পদ ও মালামাল সম্ভাব্য ক্ষতির সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করে অর্থ ন্যায় সঙ্গত আইনিভাবে জমা করা বা স্থানান্তর করা।
এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান অর্থের বিনিময় তারেক ক্লাইন্ট বা মক্কেলের সম্ভাব্য ক্ষতির ঝুঁকি গ্রহণ করে থাকে।
এটি শুধুমাত্র ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ঝুঁকি ব্যবস্থাপনা একটি অংশ।
মূলনীতি
Insurance company র প্রায় সবাই একই নীতি অনুসরণ করে থাকে। সম্ভাব্য ক্ষতির ঝুঁকি থাকে সুনিদৃষ্ট ঝুঁকির ওপর অর্থনীতি সেই ক্লাইন্ট বা মক্কেলের একটি নির্দিষ্ট ঝুঁকির জন্য বীমার সুবিধা দিয়ে থাকে। যেমন কার ইন্সুরেন্স (car insurance) শুধু গাড়ির উপরে ইন্সুরেন্স নিয়ে থাকে। হেলথ ইন্সুরেন্স ( Health Insurance) শুধু স্বাস্থ্যঝুঁকির উপরে বীমার সুবিধা দিয়ে থাকে।
মেডিকেল ইন্সুরেন্স (medical insurance)
এই এই বীমার সুবিধা হল এটি শুধু ওষুধ কেনার সময় অর্থাৎ অসুস্থ অবস্থায় থাকাকালে ওষুধের বিল পে করবে।
অর্থাৎ লাইন বা মুখের যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার ওষুধের যাবতীয় খরচও কিংবা কোম্পানির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট একটি অংশ পরিশোধ করে থাকবে।
একেকটি বীমা কোম্পানি ( Insurance Company) তাদের পলিসি অনুযায়ী একেকটি প্যাকেজ দিয়ে থাকে। লাইনটা মক্কেল যে পলিসি বাজে পেকেজ নিবে তার ওপর নির্দিষ্ট পরিমাণের সেই পরিমান অর্থ পেয়ে থাকে।
Health insurance quotes (স্বাস্থ্য বীমা)
Health Insurance বা স্বাস্থ্য বীমা ব্যক্তি তার স্বাস্থ্যের উপর অর্থ প্রদান করে থাকে। যখন তিনি অসুস্থ হবেন তখন তার বীমা কোম্পানি (Insurance Company) তার চিকিৎসার জন্য তার প্যাকেজ বা পরিশোধকৃত অর্থের পলিসি অনুযায়ী তাকে সেবা বা চিকিৎসার জন্য অর্থ রোমান দিয়ে থাকবে।
আগেই বলেছি ইন্সুরেন্স কোম্পানি (Insurance Company) তাদের পলিসি বা প্যাকেজ অনুযায়ী অর্থ পরিশোধ করবে।
Dental insurance (দন্ত বীমা)
যদিও বাংলাদেশ দন্ত বীমার প্রচলন নেই তারপরও পৃথিবীর প্রায় সকল দেশেই বিশেষ করে Europe, America র মতো বড়-বড় দেশে দন্ত বীমা সেবাটি চালু আছে।
কার ইন্সুরেন্স (car insurance)
car insurance বা গাড়ির বীমা পৃথিবীর প্রায় সকল দেশেই আছে। কোন ভুক্তা যখন কোন গাড়ি কিনে তখন তার মাথায় একটি চিন্তায় থাকি যদি গাড়িটি ডেমেজ হয় কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে তখন সেটিকে মেরামতের জন্য বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে হবে।
যেটি কিনা একজন ব্যক্তির পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
তাই পৃথিবীর প্রায় সব দেশের মানুষই গাড়ির বীমা (car insurance) করিয়ে থাকে।
আমাদের দেশ সহ তার ব্যতিক্রম নয় প্রায় সব গাড়ী মালিক পক্ষ ই গাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি চিন্তা করে সেকারিটি ইন্সুরেন্স বীমা করিয়ে রাখে।
Life Insurance ( জীবন বীমা)
Life Insurance বা জীবনবীমা হল সার্বজনীন। এটি সবাই পড়তে পারে এবং সবাই করে থাকে উন্নত বিশ্বে।
অনেকেই তাদের আরেকটি অংশ নিয়মিতভাবে জীবন বীমা কোম্পানিগুলো কে (life insurance companies) টাকা পরিশোধ করতে থাকে যেন তার মৃত্যুর পর তার পরিবার এবং সন্তানরা ভালো থাকতে পারে। অর্থাৎ তাঁর সেই টাকা কোন তার মৃত্যুর পরে যেন তার সন্তানরা ভোগ করতে পারে।
তাছাড়া অনেকেই আছেন যাদের কর্মক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে। তাদের সেই ঝুঁকির চিন্তা মাথায় রেখে জীবন বীমা Life Insurance করে থাকি।
প্রতি মাস বা একটি নির্দিষ্ট সময় পরপর আয় কিছু অংশ জীবন বীমা কোম্পানি life insurance companies ব্লকের প্রধান করে থাকে।এতে করে তাদের মৃত্যুর পর তাদের সেই জমানো অর্থ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুলো তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে থাকে।
what is insurance?
insurance বা বীমা হল কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ঝুঁকির কথা চিন্তা করে তার জন্য আগে থেকে অর্থ জমিয়ে রাখা। life insurance companies গুলো তাদের প্যাকেজ অনুযায়ী বা তাদের পলিসি অনুযায়ী সে অর্থগুলো বিভিন্ন মেয়াদে বিপদের সময় প্রদান করে থাকে।
insurance meaning
insurance বা বীমার অর্থ হলো জীবনের কোন উদ্দেশ্য বা স্বার্থের জন্য ভবিষ্যৎ প্রয়োজনের কথা চিন্তা করে অর্থ সঞ্চয় বা একটি কোম্পানি থেকে সুবিধা গ্রহণ করা।
বাংলাদেশের কিছু জীবন বীমা কোম্পানিগুলো;-
1. Sonali Life Insurance
2. Prime Islami Life Insurance.
3. fareast Islami Life Insurance.
4. Delta Life Insurance
5. Pragati Life Insurance
6. Guardian Life Insurance Etc.
বাংলাদেশ জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স সবচেয়ে বেশি দেখা যায়। যদিও প্রায় সকল গাড়ি কার ইন্সুরেন্স আছে তারপরেও লাইফ ইন্সুরেন্স বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি বীমা বা ইন্সুরেন্স সুবিধা।
ধন্যবাদ মনোযোগ সহকারে সম্পন্ন ব্লগ টি পড়ার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না।
1 Comments