নেটওয়ার্ক মার্কেটিং;-

ভালো মন মানসিকতা থাকলে নেটওয়ার্ক মার্কেটিং যেকোনো বয়সের মানুষেরই পক্ষে করা সম্ভব । 

নেটওয়ার্ক মার্কেটিং এ আজ যতগুলো ভিন্নতা রয়েছে সবগুলো আমি তুলে ধরবো নিচেঃ

এবং বিভিন্ন ভাবে বিভক্ত রয়েছে যা আপনাদের বুঝতে সুবিধা হবে   

 নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার সবচেয়ে ভালো সুবিধা পাবেন হচ্ছে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন 

এবং আপনার চারপাশের সকল মানুষকে আপনি সহযোগিতা  করতে পারবেন।  

network marketing is sensitive issue for us. 


জিপ ফাইল আনজিপ করা থেকে শুরু করে এক্সেল এবং ওয়ার্ড ফাইল প্রসেস করা সবকিছু যদি আপনি একদম সহজভাবে যখন বুঝে উঠতে পারেন সে ক্ষেত্রে আপনার বিষয়গুলো সহজ হবে। 


নেটওয়ার্ক মার্কেটিং থেকে কি কি সুবিধা পাওয়া যায় | 

What are the benefits of Network Marketing. 


আবার সেই লোক ধরার নকশা। মানে মাল্টি লেভেল মার্কেটিং (Multi level marketing) অথাবা নেটওয়ার্ক মার্কেটিং (Network marketing)। এই নকশা টা দেখলেই আমাদের মাথার পোকা গুলি হঠাৎ নড়ে ওঠে। আবার সেই ফন্দি, কলঙ্ক নয়ত কেলেঙ্কারী (Scheme, Scam or Scandal)। অথচ এই ইন্ডাস্ট্রিটা একটা সম্পূর্ণ প্রমাণিত এবং ক্ষমতাশালী ইন্ডাস্ট্রি। 

আজ আমরা আপনাদের সাথে আলোচনা করবো নেটওয়ার্ক মার্কেটিং এর উপকারিতা এবং সত্যতা (Benefits and fact) এবং কি ধরনের মানসিকতার মানুষ এখান থেকে বেশী সফল হতে পারেন।


network marketing, network marketing tips, network marketing success tips

Network marketing benefits.


এম এল এম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারনা;-


মাল্টি লেভেল মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটা খারাপ নয়। কিছু খারাপ মানুষ এবং কিছু খারাপ কম্পানী এই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করে রেখেছে। এর ফলে আমরা এবং আপনারা যারা এই এম এল এম ইন্ডাস্ট্রি-টাকে ভিষনভাবে সমর্থন করি অথবা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের প্রবল অস্বীকৃতির (Negativity) সম্নুখীন হতে হয়।

 তো এই ক্ষেত্রে এই নেতিবাচক কথা কারা বলে? পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু কাকা বাবু, যারা নিজের জীবনে কিছু করতে পারে নি। আমাদের কাছের কিছু বন্ধু বান্ধব যারা এখান থেকে অসফল হয়েছে। আপনার পারা প্রতিবেশি, যারা আপাকে সফল দেখতে চায় না। এমনকি আমাদের বাবা, মা এবং সহধর্মিনী স্ত্রী পর্যন্ত। তারা বলেন এই পথে এগিয়ো না, এগোলেই মৃত্যু।

 সুতরাং আপনি বুঝতে পারছেন আমাদের লড়াইটা কত কঠিন। অথচ দেখুন এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে আমরা আজ কত ধরনের সুবিধা পেতে পারি।

এম এল এম ইন্ডাস্ট্রিতে কাজ করার উপকারিতা –


(১) এই ইন্ডাস্ট্রিতে আপনি আপনার পেমেন্ট চেক নিজেই লিখতে পারেন।


(২) যদি আপনি পরিশ্রমী হন, তাহলে আপনার রোজগার সুরক্ষীত থাকবে।


(৩) খুব অল্প বিনিয়োগ করেও আপনি বড় রিটার্ন পেতে পারেন।


(৪) উদ্যোক্তা মানসিকতা (Entrepreneurial mentality) মানুষের কাছে সময়ের স্বাধীনতা একটি বড় শক্তি। সুতরাং এই ইন্ডাস্ট্র থেকে আপনি সময়ের স্বাধীনতা (Time freedom) পেতে পারেন।


(৫) আপনার ব্যবসা একই জায়গায় থেমে থাকবে না, আপনি যেখানে খুশি সেখানে ভ্রমণ করে খোলা বাজারে এই ব্যবসা করতে পারবেন।


(৬) এটা এমনই এক ইন্ডাস্ট্রি যেখানে আপনি অনেক বন্ধু, অনেক সম্পর্ক, নতুন পরিবার, নতুন সম্বন্ধের সাথে যুক্ত হতে পারবেন।


(৭) আপনি এখানে এত সন্মান পাবেন যা বড় বড় নেতা বা অভিনেতারও পায় না।


(৮) একবার যদি পরিশ্রম করে ফেলতে পারেন, তাহলে আয় চলতে থাকবে এবং এতটাই রেকারিং রেভিনিউ মডেল হবে, ভগবান না করুক আপনার কিছু হোক, তবুও আপনার আয় সুরক্ষিত থাকবে। অটোমেটিক পয়সা আসতে থাকবে, এমনকি এটা আপনার পরবর্তী প্রজন্মকেউ সুরক্ষিত করতে পারবেন।


এছাড়াও এই ব্যবসার মধ্যে আপনার বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম (age, sex, caste, religion) এবং শিক্ষা খুব বেশী জরুরী নয়। এই পাঁচটা বিষয়ের উপর চিন্তা করার কোনো দরকার নেই। নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে শুধু একটাই সমস্যা আসে যে এই কাজটি করার জন্য আপনার সাইকোফিজিকাল স্বভাব মিল (psycho-physical nature match) হয়, কি হয় না? 

যদি আপনার সাইকোফিজিকাল স্বভাব মিল না হয়, তো এখান থেকে আপনার সফলতা অর্জন করতে সমস্যা হতে পারে। তো সাইকোফিজিকাল স্বভাব কি? 

আপনাকে আপনার সাইকোমেট্রিক মূল্যায়ন (psychometric assessment) করে নিতে হবে। প্রত্যেকটি মানুষের সাইকোমেট্রিক বিশ্লেষণ হয়। যেখান থেকে আপনার সাইকোফিজিকাল স্বভাব বেড়িয়ে আসে। সাইকো (psycho) মানে মানসিক স্বভাব (psychological nature), আর ফিজিকাল (physical) মানে শারীরবৃত্তীয় স্বভাব (physiological nature)। 

আপনাকে আপনার মানসিক স্বভাব এবং শারীরবৃত্তীয় স্বভাবকে বুঝতে হবে। যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং-এ সফল হবেন, কি হবেন না? বহুত এমন লোক আছে যাদের এই দুটি স্বভাব মিল হয় না, তারা না বুঝেই এখানে চলে আসেন এবং অসফল হন। আপনার নিজের মূল যোগ্যতা (key competencies) কতটুকু তা সনাক্ত করতে হবে।

এই যে এত বড় কর্পোরেট ওয়ার্ল্ড আছে তারা প্রথমেই যোগ্যতার চিত্রাঙ্কণ এবং যোগ্যতার বিশ্লেষণ (competency mapping and competency analysis) করেন। সমস্যাটা কোথায় হয়? আমাদের এখানে মানুষদের মধ্যে যেহেতু পড়াশুনাটা একটু কম থাকে। আর কিছু নেটওয়ার্ক নেতরা আসে, আর এসেই বলে তুমি চলে এসো আর আমার সাথে ফটা ফট জয়েন করে যাও, তুমি কোটি পতি হয়ে যাবে। 

তুমি শুধু দুজনকে ধরে নিয়ে এসো, চেন তৈরী করবো, এটা করবো, সেটা করবো, জেনারেশন প্ল্যান, বাইনারি প্ল্যান বোঝাতে শুরু করবে। যদি আপনার স্বভাব ম্যাচ না করে, তো এই ব্যবসায় আপনি কোনোদিন সফল হবেন না।

মাল্টি লেভেল মার্কেটিং কি?

এম এল এম নেতৃত্ব দেওয়ার ব্যবসা। এম এল এম একটি শক্তিশালী ডাউন লাইন তৈরি করে। এম এল এম আপ লাইনটির সাথে দুর্দান্ত সম্পর্ক রাখে। এম এল এম শিক্ষা চালিয়ে যাচ্ছে, যাতে আপনি আপনার পন্যের প্রসপেকটিং এবং অনুপ্রেরিত (follow-up) করে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন বড় সম্প্রদায়ের সঙ্গে এবং আপনার শক্তিশালী ডাউন লাইনের সঙ্গে। 

মন দিয়েন দেখুন এটা আপনি তখনই পারবেন, যখন আপনার সাইকোফিজিকাল স্বভাব ম্যাচ করবে। এখানে অ্যাকশন ম্যান, পিপল ম্যান, প্রসেস ম্যান এবং আইডিয়া ম্যান এই চার ধরনের স্বভাবের মানুষ দেখতে পাওয়া যায়।

দেখে নিন আপনার স্বভাব ঠিক কি?


(১) অ্যাকশন ম্যান (Action man)


 – যে উচ্চাকাঙ্ক্ষার উপর কাজ করে। এরা শ্বাসাঘাতের (aspiration) উপর কাজ করে। এই মুহূর্তে, এক্ষুনি (right now, right here)। এরা নিষ্পত্তিমূলক হয়। এদের গতি খুব বেশি হয়। এরা লক্ষ্য ভিত্তিক হয়। এছাড়াও এরা আরো কি কি ধরনের মানসিকতা রাখে? 

কিছু কীওয়ার্ড – উচ্চ শক্তি, সামনে চলমান, দক্ষতা, উত্পাদনশীলতা, কর্মক্ষমতা, উদ্দেশ্য, প্রথম সিদ্ধান্ত (high energy, moving ahead, efficiency, productivity, performance, objective, first decision)। এরা বিচার খুব তারাতারি নিতে পারে। এছাড়াও পরিবর্তন, অর্জন, চ্যালেঞ্জ (change, achievement, challenge) এবং দায়িত্বের কথা বলে। অ্যাকশন ম্যান খুব কাজ করে এম এল এম ইন্ডাস্ট্রির মধ্যে।


(২) প্রসেস ম্যান (Process Man) –


 এরা খুব সিস্টেম ভিত্তিক হয়। এরা সামান্য প্রক্রিয়া ভিত্তিক হয়। এরা সামান্য তথ্যের উপর চলে। স্বপ্নের দুনিয়ায় নয়, এরা স্বপ্নের দুনিয়ায় ঘোরা ফেরা করে না। এদের ডাটা (data) দরকার। এদের যুক্তি দরকার। এদের নাম্বার দরকার। এদের বিশ্লেষণ প্রয়োজন। এরা কাজ করে শুধু তথ্যের উপর। এরা একদম আবেগপ্রবণ হয় না এবং ধাপে ধাপে চলা পছন্দ করে। এদের সামনে যদি আপনি বড় বড় কথা বলেন, এরা আপনাকে পছন্দ করবে না। এছাড়াও এরা আরো কি কি ধরনের মানসিকতা রাখে। 


ধন্যবাদ ব্লগ টি সম্পুর্ণ পড়ার জন্য। ব্লগটি ভালো লেগে থাকলে জানিয়ে দিন কমেন্ট করে। শেয়ার করতে ভূলবেন না যদি আপনার পছন্দ হয়ে থাকে লেখাটি। 

২য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন।


ধন্যবাদ MD Kamrul Hasan কে এতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য।