কিছু কীওয়ার্ড –

 পদ্ধতি, পরিকল্পনা, আয়োজন, পরীক্ষা, ক্রমাগত বিশ্লেষণ, পদ্ধতিগত ধাপে ধাপে, যৌক্তিক কারণ ও প্রভাব।

(procedure, planning, organizing, testing, continuous analysis, systematic step by step, logical causes and effect)।

এখন এই যে যৌক্তিক কারণ ও প্রভাব এবং পদ্ধতিগত ধাপে ধাপে যারা চলে তারা নেটওয়ার্ক মার্কেটিং-এ চলবে কি করে? ফলে এরা সফল হতে পারে না। আসলে আপনার ভেতর একটা লুকিয়ে থাকা ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে চিনতে হবে যাতে আপনি সঠিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারেন। এদের সবথেকে বড় সমস্যা এরা কারো কাছে কিছু শিখতে চায় না।

(৩) পিপল ম্যান (People man) –

 এরা খুব ভাল সম্পর্ক বানাতে পাড়ে। এরা একটু আবেগপ্রবণ হয়। এরা সাহায্য, সহযোগিতা, সমন্বয়, একত্রীকরণ, দলবন্ধন, দলের আত্মা, সুখের সাথে (collaboration, cooperation, coordination, togetherness, team bonding, team spirit, happily ever)। এই ধরনের লোকেরা বিক্রয় পেশায় (sales profession) খুব ভাল রেজাল্ট করতে পারে না। কিন্তু সম্পর্ক খুব ভাল তৈরী করতে পারে।


(৪) আইডিয়া ম্যান (Idea man) -

 যারা কিছু নতুন ধারণা (idea) নিয়ে আসে। সৃষ্টিশীল (creative) হয়। বিকল্প হয়। কখনো আটকে পড়ে না। নতুন সম্ভাবনার কথা বলে। নতুন সমাধান তৈরী করে। নবপ্রবর্তিত বস্তুর (innovation) কথা বলে। কখন কোথাও ফেঁসে যায় না। বার বার সমাধানের কথা বলে। নতুন নতুন কায়দা প্রয়োগ করে। এরাই হল আইডিয়া ম্যান।

coding and any festival system you can solve it. 

আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার কাছে কোন কিছুই অসাধ্য নয়। আপনি সবকিছুই পারবেন শুধু মনোভাব হারানো যাবে না কখনো এবং একটা দেখি সবসময় খেয়াল রাখতে হবে যে কোডিং যেন কখনো ভুল না হয়। 

কোডিং গুলো আপনাকে একদম নির্ভুলভাবে করতে হবে। প্রথমাবস্থায় হয়তো আপনার বেশি সময় লাগতে পারে কিন্তু পরবর্তীতে দেখবেন এটি খুব সহজ আইডিয়া গুলো আপনাকে নিজে নিজে বের করতে হবে। তাহলে দেখবেন নিজের আইডিয়া গুলো যখন নিজে কাজে লাগানো যায় তখন অন্যরকম একটা সৃষ্টি বা ক্রিয়েটিভ জিনিস সৃষ্টি হবে।

 যতগুলো সমস্যা আছে আলাদা আলাদা ভাবে দেখতে হবে প্রয়োজন আপনি নোট করে রাখতে পারেন আপনার নোটপ্যাড আপনার সমস্যাগুলো আলাদাভাবে সিস্টেম করা থাকবে। আপনাকে বুঝতে হবে যে আপনার সর্বসময় কোন দিকটা বেশি সমস্যা হচ্ছে ওই দিকটা আপনার বেশি বেশি খেয়াল রাখতে হবে এবং কোডিং গুলো নির্ভুলভাবে বসাতে হবে। 

তাহলে দেখবেন আপনার নতুন প্রজেক্ট যেটা সেটাতে আপনার ভিউ এবং কার্যকর দক্ষতা দেখে আপনার বায়ার আপনাকে সাপোর্ট করতে বাধ্য হবে । 

আর একটা জিনিস মাথায় রাখতে হবে বিনা প্রয়োজনে আপনার পেজে কখনো অ্যানিমেশন সিলেক্টেড আইকন এগুলো রাখবেন না। অ্যানিমেশন সিলেক্টেড আইকনগুলো সবসময় আপনার পেজের নিচের দিকটা স্থাপন করুন তাহলে দেখবেন আপনার পেজ টা প্রফেশনাল একটা পেজ বা প্রফেশনাল একটা সিস্টেমে চলে আসবে। 


এবার এই দুই তিন রকমার সমাহারই (combination) আপনাকে মাল্টি লেভেল মার্কেটিং-এ সফলতা এনে দিতে পারে। আপনার স্কোর এবং সাইকোমেট্রিক বিশ্লেষণ করা খুবই প্রয়োজনীয়, আগে আপনি আপনার কাছা কাছি দেখুন কে আপনার সাইকোমেট্রিক বিশ্লেষণ করতে পারে।


কারন আপনাকে নেতৃত্ব দিতে জানতে হবে। নেতৃত্বকে জানুন, এর মধ্যে খুব শক্তিশালি ডাউন লাইন তৈরী করুন। কারন এম এল এম নেতৃত্বের ব্যবসা। আর সাবধানে থাকুন, খারাপ কম্পানী এবং খারাপ আপ লাইন এর কাছে কখনো যাবেন না। তাড়াতারি পয়সা কামানোর চিন্তাকে মাথা থেকে হাটিয়ে দিন। এটা পরিশ্রম করার ব্যবসা। পরিশ্রমী লোক যদি সঠিক ইন্ডাস্ট্রির সাথে জুড়ে যায়, খুব বড় রেজাল্ট নিয়ে আসেতে পারে।

প্রপার ভাবে কথা বলা শিখতে হবে। নিজে নিজে চেষ্টা করতে হবে আপনি অল্প কথা বলুন কিন্তু নির্ভুলভাবে বলতে হবে ।   আপনার ভাইয়ার আপনার সবগুলো দিক বিবেচনা করেই আপনাকে কাজ দিবে কি দিবে না সেই দিকটা সিলেক্ট করবে। 

আজ আমেরিকেতে ৪৫% মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং-এর সাথে যুক্ত। আর সেখানে বাংলাদেশে মাত্র ০.৭% মানুষ এই পেশায় যুক্ত। সুতরাং ভেবে দেখুন এই আমেরিকানরা বোকা না আমরা বাঙালিরা। 

আপনি যদি এই নেটওয়ার্ক মার্কেটিং কে সমর্থন করেন বা যুক্ত থাকেন, আমি বলব আপনি শুধু লড়াইটা চালিয়ে যান। কারন আর বেশি দিন নেই, ভারত একদিন এই জায়গায় পৌঁছবে। শুধু ভাবুন সেইদিন আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন। তাই বলে এই নয় যে আপনি শুধু দুজন দুজন করে যুক্ত করাবেন, আর নেটওয়ার্ক মার্কেটিং-এ সফল হয়ে যাবেন।


এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার আগে মানসিকতা ঠিক করে নিন আপনাকে প্রচন্ড কঠিন পরিশ্রম করতে হবে এবং ভীষন ভাবে জ্ঞানের বিকাশ করতে হবে। তবেই সফল হবেন। আর অবশ্যই দেখে নিতে হবে কোম্পানিটি সঠিক কিনা? 

আমরা আগের অনুচ্ছেদে আলোচনা করেছি যে একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যুক্ত হবার আগে আপনার কি কি বৈশিষ্ঠ দেখে নেওয়া উচিত।

মাথা ঠান্ডা রেখে কাজ করবেন আপনাকে প্রেসার দেওয়া হবেনা কিন্তু আপনাকে নিজে নিজে যতটুকু প্রেসার পারেন ততটুকু প্রেসার নিবেন। 

you inspiring this job you can any other inspiring this job. you can do it any other networking what is decimal system not the networking whole Marketing System in the world. 

এম এল এম একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রি আগামী দিনে এক ভয়ানক রুপ নিতে চলেছে। যদি আপনি সঠিক কোম্পানী পেয়ে যান, তো আপ লাইনকে খুব সম্মান করুন। যদি আপনি আপনার আপ লাইনকে অন্ধ ভাবেও সম্মান করতে পারেন কখনো আপনরা লোকশান হবে না। 

হতে পারে এই আপ লাইন অতোটা আত্মবিশ্বাসী নয়, কিন্তু আপনার সুবিধা হয়ে যাবে। আপ লাইনকে খুব সম্মান করা দরকার, তা না হলে আপনি এই ইন্ডাস্ট্রি এবং আপনার এই প্রক্রিয়ায় কনো লাভ হবে না। আপনার আপ লাইন থেকে শিখুন। আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে দেখেছি যে কম আত্মবিশ্বাসী লোকও যদি আপ লাইন এর যথাযথ সম্মান করে তো তার বিশ্বাসের সঠিক উন্নয়ন হয়। আর এই বিশ্বাস এবং আত্মবিশ্বাস তাকে তারাতারি সফলতা নিয়ে আসতে সাহায্য করে। আপ লাইনের সম্মান করা এটাও সফলতার একটা মন্ত্র।


এবার আপনার জন্য রয়েছে এরকমই একটা দুর্দান্ত সুযোগ, যেখানে আপনি আপনার নিজের সাইকোমেট্রিক বিশ্লেষণ করার সাথে সাথে, নিজের সাইকোফিজিকাল স্বভাব জানতে পারবেন। যে মাল্টি লেভেল মার্কেটিং-এ কত তারাতারি আপনি সফল হতে পারেন। আমরা আপনাকে শেখাবো এই ইন্ডাস্ট্রিতে কি ভাবে নেতৃত্ব দিতে হয়, তার জন্য আছে বিনামূল্যে পরামর্শ করার সুযোগ।  

বিশ্বাস করে হাতটা বাড়ান, আপনি জীবনে আর্থিক স্বাধীনতা পেয়ে যাতে পারেন।


আর সব শেষে একটা ছোট্ট অনুরোধ। যদি এই আনুচ্ছেদটি আপনার কাজের মনে হয় তো অনেক অনেক শেয়ার করুন। কারন আপনিও পারেন আপনার নিজের সাথে সাথে আপনার বন্ধু বান্ধবীদের জীবনে আর্থিক স্বাধীনতা নিয়ে আসতে। এই আনুচ্ছেদটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাণ। আমারা যত তারাতারি সম্ভব তার উত্তর দেব। মনে রাখবেন আমরা আমাদের সাথে আপনাকেও সফল বানাতে চাই, আর এটাই আমাদের আসল উদ্দেশ্য।

সবকিছু শেষ হয়ে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সেক্সুয়াল যেসব বিষয়গুলো এগুলো সব সময় আপনাকে  এড়িয়ে চলতে হবে এবং ভালোভাবে দেখতে হবে সেক্সুয়াল ইফেক্টগুলো এবং সেক্সচুয়াল কন্টাক্ট গুলো আরে এটা  হবে দেখতে হবে যে  কনটেন্ট গুলো সবসময় ব্লক রাখতে হবে কখনো এগুলো এক্সেপ্ট করবেন না। 

সে ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং এর মান বজায় থাকবে এবং যে কোন পেশার মানুষ আপনার ব্লগ গুলো ভালভাবে দেখতে পারবে ১৮+এরকম কোন কনটেন্ট তৈরি করা যাবে না যেটা সেক্সুয়াল ইফেক্ট তৈরি করে এগুলো সব সময় আপনার মেনে চলতে হবে এবং গুগলের সাহায্যে সব কনটেন্টগুলো অফ রাখতে হবে । 


আপনার চিন্তাভাবনার পরিবর্তন করুন, আপনার জীবন পরিবর্তন করুন।

পার্ট- টি পড়তে চলে যান এই পেজ এ।

অসংখ্য ধন্যবাদ MD.KAMRUL HASAN  কে ২ পর্বে এত সুন্দর ভাবে অনলাইন মার্কেটিং কে ব্যাখ্যা করার জন্য।