পানির অপর নাম জীবন।

আমাদের মানব শরীরের প্রায় ৬০-৭০% পানি আবার উদ্ভিদের প্রায় ৯০% ই হলো পানি। সুতরাং বলায় যাচ্ছে পানি না আমাদের জীবন প্রায় মরুভূমি।


শুধু যে বেচে থাকার জন্য পানি প্রয়োজন তা কিন্তু নয়। আমাদের শরীরের প্রায় প্রত্যেকটি জৈবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন পানি।


পানি ছাড়া আমাদের শরীরের জৈবিক ব্যবস্থা অচল হয়ে যাবে এমনি সময় মতো পানি গ্রহণ না করলে মৃত্যু নির্ধারিত। শুধু মানুষ নয় পশু-পাখি থেকে গাছ লতা পাতা সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটবে।


তাই আমাদের শরীরকে সচল রাখতে আমাদের উচিত নিয়মিত পানি পান করা। 

How to download from link see below 👇

শরীররে পানির প্রবাহ ঠিক না থাকলে শরীর যেমন ভেঙে পড়বে তেমনি মানসিকভাবে অর্থাৎ মস্তিষ্কে পানির সঞ্চালনের অভাবে হেলুসিলিয়েশন না মতিভ্রম সৃষ্টি হবে।

আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশ জল হলেও আজ আমাদের দূষনের কারনেই আমরা পান যোগ্য পানি পাচ্ছি না।
খাবার পানির সংকট লেগেই থাকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে। 


নদীর পানিতে আমরা আমাদের কল কারখানার বর্জ্য ফেলে তা অব্যবহারের যোগ্য করে ফেলেছি। নদীর পানি পরিনত হয়েছে কালো রঙে। দেখে বুঝাই যাবে না পানি নাকি রঙ মিশ্রিত ক্যামিক্যাল।

কয়েক বছর আগেও যেখানে বুড়িগঙায় মাছের দেখা মিলতো আজ সেখানে মাছ ত দূরের কথা পানি থেকে নাকে দুর্গন্ধ আসে।


বাংলাদেশের বিভিন্ন জেলায় এখনিই দেখা দিচ্ছে পানির সংকট। পানির অভাবে মানুষ রাস্তার পাশে সরকারি পানির সাপ্লাইয়ের কাছে ভীড় করতেও দেখা যায়।

দেশের বিভিন্ন স্থানেই গরমের সময় এলেই শুনা যায় পানি বাহিত রোগের সংক্রমণ বিশাল আকারে হানা দেয়।

প্রতিদিনের কাজে পানির ব্যবহার ;-

আমাদের প্রতিদিনের কাজের জন্য পানির প্রয়োজনীয়তা ব্যাপক।  পানি ছাড়া আমাদের একটা মুহূর্ত ও টিকে থাকা সম্ভব নয়। 

আমাদের খাবার থেকে গোসল সব জায়গায় পানি ছাড়া অচল। পানিই আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে।পানি থেকেই দুনিয়ার সকল প্রানীর উদ্ভব। 

পানিতে অক্সিজেনের পরিমান বেশি থাকায় সেটি আমাদের শরীরের জন্য বা প্রানীজগতের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। 

পানির অন্যান্য ব্যবহার -

পানি ছাড়া আমাদের যেকোন ইন্ড্রাস্টি বেকার হয়ে পড়বে। পানি ছাড়া যেকোন শিল্পই অচল। আমাদের পৃথিবীর প্রায় সব কিছুই নির্ভর করে আছে পানির উপর। ঠিক তেমনিই পৃথিবীর যেকোন শিল্পকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন পানির।

পানির দ্বারাই পৃথিবীতে সবুজের সমারোহ গড়ে উঠেছে। 
পানির উপর নির্ভর করেই আমাদের প্রতিদিনের কাজ এগিয়ে চলছে সামনের দিকে।
তাছাড়া পানিই পৃথিবীর বুকে প্রান জাগিয়ে রাখতে সক্ষম হয়েছে। মূল কথা পানি ছাড়া আমাদের জীবন অচল।
পানি ছাড়া পৃথিবী অচল। পানির জন্যই আমাদের পৃথিবী সবুজ সজ্বলা সুফলা।

পানির অপর নাম জীবন ;

পানিকে আমরা নানান ভাবে করে তুলেছি বিষাক্ত। দূষিত করেছি নদী-খালের পানি। খালের পানি হয়ে উঠেছে ড্রেনের পানির মতো কোচকোচে কালো আর দুর্গন্ধযুক্ত।

পানির অপর নাম জীবন হলেও আমরা পানির জীবনকেই শেষ করে দিচ্ছি ধীরে ধীরে। নদীর পানি এখন ক্যামিক্যকলের ন্যায় দেখতে। সকল প্রকার কল-কারখানার বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে নদীতে।

শুধু কারখানায় নয় আমরা রাস্তায় হাটার সময় হাতে পলিথিন ব্যাগটা কিংবা কোমল পানীয়' র বোতল টিকে ছুড়ে ফেলছি নদী বা খালে।

এতে করে নদীর নাব্যতা যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনিই পানি ও হচ্ছে দূষিত।  


আমাদের করনীয় ;

আমরা সবাই একসাথে মিলেই পারি নদীকে তার আগের রুপে ফিরিয়ে নিয়ে যেতে। নদীতে ময়লা না ফেলে তাকে পরিষ্কার করে রাখা টা আমাদের ই দায়িত্ব। 

নদী বাচলে বাচবে দেশ। নদী বাচলেই বাচবো আমরা। পানি ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ রুপে অচল। তাই পানিকে দূষণ মুক্ত রাখার দায়িত্ব টাও আমাদের ই।